Posts

Showing posts from June, 2020

২১ বছর আগে কার্ড ছাপানোর পর বিয়ে ভেঙে যায় সালমানের.ABIR VAI

Image
আজ থেকে ২১ বছর আগে বিয়েটি যদি হয়ে যেত। সালমান খানের বিয়ে নিয়ে কোনও কৌতূহলই থাকতো না। বলিউডের এই মোস্ট এলিজেবল ব্যাচেলারের বিয়ে ঠিক হয়েছিল ১৯৯৯ সালে। সম্প্রতি সালমান খানের বিয়ে সংক্রান্ত একটি বিষয় জোরদার ভাইরাল হয়েছে। তখন সালমান খানের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু ও প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালা জানিয়েছিলেন সালমানের বিয়ের প্রায় ঠিক হয়ে গিয়েছিল বিয়ের ৫-৬ দিন আগে বিয়ে ভেঙে গিয়েছিল ৷ ভারতীয় গণমাধ্যমের খবর, দ্য কপিল শর্মা শোতে হাউজফুল ৪ এর প্রমোশনে এসে সাজিদ জানিয়েছিলেন। বেশ মজার ছলেই তিনি বলেছিলেন বিয়ের কিছুদিন আগেই বিয়ে ভেঙে গিয়েছিল। এমনকি কার্ড ছাপানো থেকে নিমন্ত্রণ পর্যন্তও শুরু হয়ে গিয়েছিল। তবুও বিয়ে ভেঙে গিয়েছিল সালমানের। সেই শো-তেই কপিল শর্মা সাজিদকে জিজ্ঞাসা করেছিলেন সাজিদ ও সালমান খান বিয়ে না করার শপথ খেয়েছিলেন। সালমান বিয়ে না করলেও তিনি বিয়ে করে ফেলেছেন ৷ জবাবে সাজিদ জানিয়েছিলেন ১৯৯৯ সালে দুজনেই বিয়ে করার জন্য মনস্থির করেছিলেন ৷ বিয়ের সব ঠিক হয়ে গিয়েছিল কার্ড ছাপার পরেও সালমান খান জানিয়েছিলেন তিনি বিয়ে করবেন না ৷ তবে এটি আজ পর্যন্ত কারও কাছেই জানা নেই সালমান খান ...

তৃতীয় বিয়ের ১ বছর পরেই আরো দুই সন্তানের মা হলেন শ্রাবন্তী তৃতীয় বিয়ে করার এক বছর হয়ে গেলো। গত বছর ১৯ এপ্রিল পাত্র রোশন সিংকে বিয়ে করেন তিনি। আগের দু’টি বিয়ে টেকেনি মিষ্টি হাসির টলিনায়িকা শ্রাবন্তীর ছেলে ঝিনুক বা অভিমন্যুকে সেই হিসেবে একাই বড় করেছেন তিনি।

Image
তবে এখন নতুন সংসার হয়েছে শ্রাবন্তী আর রোশনের। শহরের অন্যতম অভিজাত কমপ্লেক্স আরবানায় থাকেন তারা। সেই সংসারেই এখন এসেছে দুই নতুন সদস্য । শ্রাবন্তীর দুই নতুন সন্তান । শ্রাবন্তী আর রোশন দু’জনেই পোষ্য খুবই ভালবাসেন। তাদের বাড়িও তাই নানা প্রজাতির, নানা ধরনের পোষ্যে ভর্তি। বর্তমান পরিস্থিতিতে পোষ্যদের সঙ্গেই সময় কাটাচ্ছেন যুগলে। এরা সকলেই শ্রাবন্তীর কাছে সন্তানসম। পোষ্যদের নিজের ‘বেবি’ বলেই মনে করেন নায়িকা। সোশ্যাল মিডিয়াতেও লিখলেন ‘মাই বেবিস’। সঙ্গে মিষ্টি দুই পোষ্যের ছবিও শেয়ার করলেন।

মা হচ্ছেন মিথিলা!

Image
ছোট পর্দার এক ঝাঁক জনপ্রিয় অভিনেত্রীদের ভিড়ে আলাদা ভাবেই নজর কেড়েছেন তিনি। ছবিতে গর্ববতী অবস্থায় দেখা যাচ্ছে মিথিলাকে। নিজেই আঙুল দিয়ে বেবি বাম্প দেখাচ্ছেন অভিনেত্রী। তবে এটি বাস্তবে নয়, নাটকের গল্পে। আসছে ঈদের একটি নাটকে এমন একটি চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। নাটকটির নাম ‘দুষ্টু ছেলের দল’। ঈদ উপলক্ষে আদনান আল রাজীব ও রেদওয়ান রনি’র যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। নাটকটিতে দেখা যাবে, দুষ্টামি ভর করে কয়েকজন দুষ্টু ছেলের মাথায়। তারা প্ল্যান করে এক অভিযানের। তাদের পিছনে লাগে মিষ্টি কয়েকজন মেয়ে। মজার সব ঘটনা ঘটতে থাকে একের পর এক। মিথিলা ছাড়াও নাটকটিতে দুষ্টু ছেলে ও মিষ্টি মেয়েদের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, বাঁধন, শ্যামল মাওলা, ইশতিয়াক আহমেদ রুমেল, শাহতাজ, আজমেরী আশা, তৌসিফ মাহবুব, নাদিয়া মীম, সুমন পাটওয়ারী, মনিরা মিঠু প্রমুখ। নির্মাতা সূত্রে জানা গেছে, এনটিভিতে ঈদের ৭দিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচার হবে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘দুষ্টু 

ধর্মের টানে অভিনয় ছেড়ে দিলেন সুজানা

দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। কয়েক বছর ধরে একজন ব্যবসায়ী হিসেবেও সুপরিচিত তিনি। পাশাপাশি একজন সমাজ সচেতন মানুষ হিসেবেও সমাদৃত। বছর জুড়েই এতিম ও বৃদ্ধদের জন্য নানারকম উদ্যোগ থাকে তার। করোনা পরিস্থিতিতেও বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছেন। সম্প্রতি ময়মনসিংহ জেলার ভালুকা ইউনিয়নের পাড়াগাঁও এলাকার এক বৃদ্ধার দায়িত্ব নিয়েছেন। এবার নতুন খবর হলো অভিনয় শোবিজ জগত ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন লাক্স ফটো-সুন্দরী মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। শোবিজ ছেলে ধর্মে-কর্মে মন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ২০১৮ সালের নভেম্বরে ওমরাহ হজ পালন করেন সুজানা। গত তিন মাস হোম কোয়ারেন্টাইনে থেকে নিয়মিত কোরআন, হাদিস পড়েছেন। আর ধীরে ধীরে নাকি বদলে গেছে তার মন। এমনটাই জানান তিনি। সুজানা বলেন, ‘গত ৩ মাসে কোরআন, হাদিস থেকে যা শিখেছি সেখান থেকে আমি যে শান্তি পেয়েছি, তা আগে কখনই পাইনি। আমার মন থেকে মিডিয়ায় কাজের ইচ্ছে নষ্ট হয়ে গেছে। তাই আমি মিডিয়াতে আর কাজ করবো না।’ উল্লেখ্য, ২০০১ সালে মডেলিং এর মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন সুজানা জাফর। ২০০৩ সালে তিনি লাক্স ফটোসুন্দরী খেতাব পান। এরপর অনেক বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, নাট...

হলুদের গুড়া না আনায় কথা কাটাকাটি, স্ত্রীর হাতে স্বামী খুন

Image
জামালপুর প্রতিনিধিঃ বকশীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রীর হাতে খুন হয়েছে স্বামী মেহের আলী (৪৮)। ঘাতক স্ত্রী সুলতানা বেগমকে আটক ও লাশ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চরকামালের বার্তী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মেহের আলী ওই গ্রামের রসুল মিয়ার ছেলে। সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু জানান, স্বামীকে বাজার থেকে হলুদের গুড়া আনতে বলে স্ত্রী সুলতানা বেগম। হলুদের গুড়া না নিয়ে আসাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর জের ধরে উত্তেজিত হয়ে এক পর্যায়ে লাঠি দিয়ে স্বামী মেহের আলীর মাথায় আঘাত করে স্ত্রী সুলতানা বেগম। লাঠির আঘাতে স্বামী মেহের আলী মাটিতে পড়ে গেলে গলা টিপে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক স্ত্রীকে আটক ও লাশ উদ্ধার করে পুলিশ। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এখন ট্রাম্প যদি আমার প্রেমে পড়ে যায়: পূর্ণিমা

Image
দিলারা হানিফ পূর্ণিমা। নিজের রূপের গুণে মুগ্ধ করে রেখেছেন তার ভক্তকূলকে। এছাড়া সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাকটিভ এই অভিনেত্রী। বলা চলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ভক্তদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন এই অভিনেত্রী। আর সেখানে তিনি রসবোধ জমিয়ে রাখতেও পিছপা হন না। তারই ধারাবাহিকতায় সম্প্রতি ফটো ল্যাব ট্রেন্ডে গা ভাসিয়ে দিয়েছেন পূর্ণিমা। ফটো ল্যাব ব্যবহার করে ইনস্টাগ্রামে ৮টি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে জানতে চেয়েছেন, কোন ছবিতে তাকে সবচেয়ে ভালো লাগছে। এরইমধ্যে সেই ছবির নিচে জড়ো হয়েছে ৯৬ হাজার ৫৮১টি ‘লাভ’ রিয়েক্ট। সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে সংখ্যাটি যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আর মন্তব্যও যেন তাল মিলিয়ে বাড়ছে সেখানে। এত মন্তব্যের মাঝে কোন মজার ঘটনা হবে না তা কী হয়? পূর্ণিমার এক ভক্ত প্রিয় তারকাকে সতর্ক করে লিখেছেন, আপনার সব তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থার কাছে চলে গেছে। এই অ্যাপ ব্যবহারে সতর্ক থাকবেন। আপনার সব তথ্য যুক্তরাষ্ট্র জেনে গেছে। পূর্ণিমার রসবোধের সুনাম আগে থেকেই আছে। ভক্তের এমন কমেন্টে পূর্ণিমা লিখেছেন, আল্লাহ কী বলেন! সব তথ্য পেয়ে এখন ট্রাম্প যদি আমার প্রেমে পড়ে যায়! পূর্ণিমার এই উত্তরে বেজায় ম...

ভালো ঘুমের জন্য কী করবেন?

Image
এই সময়ে এসে ঘুম উধাও হয়ে গেছে? সারারাত ঘুমের দেখা নেই এদিকে দিনের বেলা ঘুমে চোখ ঢুলুঢুলু? এমনটা হওয়া অস্বাভাবিক নয়, যখন নানারকম চাপ আপনাকে সামলে চলতে হচ্ছে। দিনের পর দিন ঠিক করে ঘুম না হলে শরীর খারাপ হবেই। মেজাজও ঠিক থাকবে না। পাশাপাশি ডিপ্রেশন আরও বাড়তে পারে। ঘুম ঠিকভাবে না হলে যেকোনো কাজেই মনঃসংযোগ করা কঠিন হয়ে যায়। তবে এই পরিস্থিতি থেকে নিজেকেই বার হয়ে আসতে হবে। সেজন্য কতকগুলো বিষয় মেনে চলতে হবে। বাড়িতে বসে অফিসের কাজ করার ফলে আপনার স্বাভাবিক রুটিন এলোমেলো হয়ে যাওয়াটাই স্বাভাবিক। কাজেই এখনকার মতো একটি নতুন রুটিন তৈরি করে ফেলতে পারলে ভালো। রাত জেগে কাজ করার অভ্যাস যদি থাকে, তাহলে বদলাতে চেষ্টা করুন। কিন্তু যদি তা রাতে করতেই হয়, তাহলে পরে সে ঘুম পুষিয়ে নিতে হবে। বাড়িতে থাকলে অনেক সময়েই দুপুরে খেয়ে ওঠার পর চোখ লেগে আসতেই পারে। কিন্তু সচেতন ভাবে এই দিবানিদ্রা এড়িয়ে চলুন। এতে রাতের ঘুম নষ্ট হয়ে যাবে। অবশ্য আগের রাতে ভালো না ঘুম হলে, ঘণ্টাখানেক ঘুমিয়ে নিতে পারেন। কিন্তু এর বেশি নয়। বাড়তি স্ট্রেসের কারণে যদি অনিদ্রায় ভুগতে শুরু করেন, তা হলে আপনার প্রথম কাজই হবে মানসিক চাপ কমানো। কিন্...

পরকীয়ায় ধরা পড়ে আবারও বিয়ের পিঁড়িতে যুবলীগ নেত্রী🤣

Image
আবারও বিয়ের পিঁড়িতে বসলেন মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমীন। পরকীয়ায় ধরা পড়ে ২০ লাখ টাকা দেনমোহরে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। মঙ্গলবার (২৬ মে) দুপুর ২টার দিকে গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেকের উপস্থিতিতে এ বিয়ে পড়ানো হয়। তার নতুন বর মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের আনসারুল হকের ছেলে গোলাম সরোয়ার ওরফে সবুজ। তিনি এক সন্তানের জনক। সবুজের প্রথম স্ত্রী স্কুলশিক্ষক। জানা গেছে, ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমীনের স্বামী শাহাবুদ্দীন আহমেদ প্রায় তিন মাস আগে স্ট্রোক করে মারা যান। এক সন্তানের জননী ফারহানা ইয়াসমীন গাংনী উপজেলা আওয়ামী মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক। বিয়েতে ওকালতির দায়িত্বপালন করেন গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) সানোয়ার হোসেন ও ছেলের বাবা আনসারুল হক। স্থানীয় সূত্র জানায়, ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমীনের গাংনী পৌরসভার চৌগাছা এলাকার ভাড়া বাসা থেকে তাদ...

গাঁজায় করোনা সারবে!

Image
কানাডার বিজ্ঞানীরা দাবি করেছে যে, গাঁজার এক ধরনের স্ট্রেইনের সন্ধান তারা পেয়েছেন যা দিয়ে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করা যেতে পারে। এমনকি আক্রান্তদের চিকিৎসার জন্যও কাজে আসতে পারে গাঁজার ওই শক্তিশালী স্ট্রেইন। কানাডার লেথব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, এপ্রিল মাসে চালানো একটি গবেষণায় দেখা গেছে যে, ১৩ টি গাঁজা গাছ, যাদের মধ্যে সিবিডি খুব বেশি পরিমাণে ছিল, এবং যা শ্বাসনালীকে প্রভাবিত করতে পারে যেখান থেকে করোনাভাইরাস শরীরে প্রবেশ করতে পারে। ওই গবেষকদেরই একজন ওলগা কোভালচুক বললেন, ‘বিষয়টি নজরে আসতে অবাক হয়ে যাই আমরা। পরে সত্যিই খুব খুশি হই।’

সুশান্ত সিং রাজপুতকে হারানোর শোকে পরিবারে আরও এক মৃত্যু

Image
গত রবিবার মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি থেকে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। একদিন পর সোমবার বিকেলে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে মুম্বাইতে। আর তার ঠিক পরই ফের দুঃসংবাদ সিং পরিবারে। চলে গেলেন সুশান্ত সিং রাজপুতের বৌদি। খবর কলকাতা ২৪x৭ এর। ‘টাইমস অফ ইন্ডিয়া’য় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, একদিকে যখন মুম্বাইতে সুশান্তের শেষকৃত্য চলছিল, তখনই বিহারের পূর্ণিয়ায় ওই আত্মীয়ার মৃত্যু হয়। তিনি সুশান্তের এক তুতো ভাইয়ের স্ত্রী। জানা গেছে, সুশান্তের মৃত্যুর খবর সহ্য করতে পারেননি তিনি। ওই খবর শোনার পর থেকেই খাওয়া-দাওয়া ছেড়ে দেন। এদিন বাবার হাতেই শেষকৃত্য সম্পন্ন হয় অভিনেতার। সোমবার সকালেই পাটনা থেক মুম্বাই পৌঁছান অভিনেতার বাবা। ভিলে পার্লেতে পবন হংস ক্রিমেটোরিয়ামে শেষ শয্যায় শায়িত হন অভিনেতা। এদিন তার পরিবারের পাশাপাশি, বন্ধুবান্ধবরাও উপস্থিত ছিলেন শেষযাত্রায়। এসেছিলেন অভিনেত্রী কৃতি শ্যানন, শ্রদ্ধা কাপুর প্রমুখ। শেষযাত্রার সময় থেকে অঝোরে বৃষ্টি নামে মুম্বাইতে। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী, এদিন পুলিশ জানিয়েছে, খুন নয়, আত্মহত্যাই করেছেন সুশান্ত। সোমবার মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানিয়ে দ...